মোঃ নুরুল ইসলাম (প্রশাসনিক কর্মকর্তা-)

৫নং জরইতলা ইউনিয়নবাসী,
আসালামু আলাইকুম / আদাব।
প্রিয় ইউনিয়নবাসী, বাংলাদেশের প্রশাসনিক ও গ্রামীণ স্থানীয় সরকার কাঠামোতে ইউনিয়ন পরিষদ তৃণমূল পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। তৃণমূল পর্যায়ের হলেও গ্রামীণ জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে ইউনিয়ন পরিষদ নিরলস প্রচেষ্ঠায় দিও।
স্থানীয় পর্যায়ের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে এটি একটি স্বীকৃত মাধ্যম। সুষ্ঠু স্থানীয় প্রশাসন ব্যতীত যেমন সুষ্ঠু আর্থিক ব্যবস্থা সম্ভব নয় তেমনি সুষ্ঠু আর্থিক ব্যবস্থা ছাড়া শক্তিশালী স্থানীয় প্রশাসন আশা করা যায় না । অতএব ইউনিয়ন পরিষদ সমূহের প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর তাই চৌকিদারি কর আদায়ের মাধ্যমে চৌকিদারদের বেতন/ভাতা প্রদানের জন্য ১৮৭০ সালের গ্রাম চৌকিদারি আইন পাস হয়। এর ফলে প্রথমবারের মতো পল্লী অঞ্চলের আইনগত ভিত্তির মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উদ্ভব হয়।
১৮৮৫ সালের বঙ্গীয় স্থানীয় স্বায়ত্তশাসন আইন বাতিল বা সংশোধন করে ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশ নং-২২-এর মাধ্যমে ইউনিয়ন পরিষদ নামকরণ করে এবং ১৯৮৩ সালে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশ প্রবর্তনের ফলের ইউনিয়ন পরিষদের গঠন ও এর নিজস্ব আয়ের উৎসের পরিবর্তন ঘটেছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশ, ১৯৮৩-এর ৪৩ নং ধারা অনুযায়ী প্রত্যেক ইউনিয়ন পরিষদের জন্য 'ইউনিয়ন তহবিল' নামে একটি তহবিল গঠিত হবে এবং উক্ত ধারা উপধারা-১-এর অধীনে বিভিন্ন উৎস হতে প্রাপ্ত অর্থ এই তহবিলে জমা হবে মর্মে আইন পাস হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এ ১০৮টি ধারা ও ৫টি তফসিল এর মধ্যে চতুর্থ তফসিল (ধারা ৬৫ হইতে ৭০) এবং পঞ্চম তফসিল ( ধারা ৮৯) ইউনিয়ন পরিষদের অধীনে বিবেচ্য অপরাধসমূহ ৫৪টির মধ্যে প্রথম অপরাধ হচ্ছে: ইউনিয়ন পরিষদ কর্তৃক আইনানুগভাবে ধার্যকৃত কর ফাঁকি দেওয়া এবং ৮৯ ধারায় অপরাধ ও দন্ড ।
সরকারী বিধি মোতাবেক ইউনিয়ন পরিষদে সকল নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সকল নাগরিককে ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স (চৌকিদারী ট্যাক্স) পরিশোধ করা ও অনলাইন হোল্ডিং অ্যাসেসমেন্ট করা বাধ্যতামূলক । আপনার বাড়ীতে যাওয়া ফিল্ড অফিসারগণ এর কাছে রশিদের মাধ্যমে আপনার ধার্য্যকৃত হালট্যাক্স ও বকেয়া ট্যাক্স পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল ।
মোঃ নুরুল ইসলাম
প্রশাসনিক কর্মকর্তা
৫নং জারইতলা ইউনিয়ন পরিষদ
নিকলী ,কিশোরগঞ্জ।